লাগার
আজো চেয়ে থাকি ঐ তোমার ভাল
স্বপ্ন সিরিটার দিকে
সেদিনের সোনা ঝরা সন্ধ্যায় অপূর্ব
‘তুমি
এত যে তোমায় ভাল বেসেছি
হৃদয়ের স্বপ্তপর্ণে আঁকা তুমি শুধু ‘তুমি
উল্কার মত ছুটে এক ভিন্ন গ্রহে একাকী
হৃদয়ের প্রতি কম্পনে, নিঃশ্বাসে এবং
সকল ভাল বাসায়
আজো চেয়ে থাকি ঐ সবুজ ঘাসের বুকে
শিশিরে ভেজা তোমার চরণ দুটো
আজো চেয়ে থাকি ঐ গোধূলী বেলায়
সাদা বকেরা উড়ে যেত আপন নীড়’
তোমার ইচ্ছে ছিল তুমি আমি ফিরে যাই
নীড় ফেরা পাখির দলে
আজো চেয়ে থাকি ঐ নীলাকাশের দিকে
সীমাহীন উদারতায় মন
আমার হাত ছুঁয়ে তোমার বিশ্বাসের
ওপর
ভর করা ভীষন ভাল লাগা
আজো চেয়ে থাকি ঐ কাজল চোখের
দিকে যে চোখ দিয়ে তুমি আমায় অনেক কথা
বলছিলে ইশারায়
আজ ঐ মৌসুমী চোখ যেন রঙ বদলায়
আজো চেয়ে থাকি ঐ সাগরের বুকে
পায়ের ওপর আছড়ে পরা নীল ঢেউ
তোমায় আমায় দুজনে মিলে
আজ এগুলো খাঁচায় পোষা অচীন পাখি
বেঁধে রেখেছি স্বযতনে
আজো চেয়ে থাকি ঐ পোষা পাখির
ফেলে
যাওয়া খাঁচাটির পানে
হয়ত সে এখন কোন এক ভালবাসায়
নতুন খাঁচায় বন্দী!
Leave a Reply