টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৯ বারের দেখায় প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের এই ঐতিহাসিক জয়ে মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহর মতে, ম্যাচের প্রথম ইনিংসেই গড়া হয়েছিল জয়ের ভিতটা। ম্যাচ শেষে সাংবাদিকদের এমনটাই জানালেন তিনি। মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মতে, জয়ের ভিতটা গড়া হয়েছিল ম্যাচের শুরুতেই। বোলাররা দুর্দান্ত করেছে। সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়েছে। আমাদের ফিল্ডিংটাও ভালো হয়েছে। যা ব্যাটিংয়ের সময় আমাদের অনেক সাহায্য করেছে।’বর্তমানে বাংলাদেশের সেরা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে তাকে কেনো মাত্র ২ ওভার বোলিং করানো হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ‘আমি জানি মোস্তাফিজ আমাদের সেরা বোলার। তবে কন্ডিশন বিবেচনায় অন্য বোলারদের ব্যবহার করতে হয়েছে।’ গতকাল রবিবার টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভার শেষে ১৪৮ রান সংগ্রহ করতে পারে ভারত। জবাবে ৩ বল বাকি থাকতেই ১৪৯ রানের লক্ষ্য স্পর্শ করে মাহমুদউল্লাহ-মুশফিকরা।
Leave a Reply