ধান ক্রয়ে দুর্নীতি বন্ধ,কৃষি কাজের উৎপাদন খরচ কমানোসহ ১০ দফা দাবিতে নিয়ে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক-খেতমজুর সমিতির জেলা শাখা।
মঙ্গলবার বেলা ১২টায় শহরের টাউন ক্লাব মাঠে ঝড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুর সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ ১০ দফা দাবির স্মারকলিপি জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের কাছে পেশ করেন।
এসময় কৃষক-খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুর সাত্তার সরকারের সমলোচনা করে বলেন, সরকারের সুবিধা নিয়ে পিঁয়াজ ও লবন ব্যবসায়ীরা অধিক মুনাফা করছে। সরকার জনগনের সাথে প্রতরনার করছে। তিনি আরো বলেন, কৃষি কাজে খরচ ক্রমেই বেড়ে চলছে। তাই তারা বছরের অধিকাংশ সময়ে বেকার থাকার অবস্থা সৃষ্টি হচ্ছে। এর উপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতি গরিব কৃষক এবং খেতমজুরদের জন্য মরার উপর খাড়ার ঘা এর মতো মনে হচ্ছে। তাই কৃষকের সকল ন্যায্য দাবির পক্ষে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
Leave a Reply