পিরোজপুরে গ্রামীণ ব্যাংকের ৬ শত ৫৬ জন সদস্যদের মাঝে সহায়তা খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা করা হয়েছে। আজ সোমবার দুপুরে এ খাদ্য সমগ্রী ও আর্থিক সাহায়তা প্রাদানের ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংক পিরোজপুর যোনের নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা শাখায় সদস্যদের মাঝে এ খাদ্য সমগ্রী ও আর্থিক সাহায়তা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক পিরোজপুর জোন্যাল ম্যানেজার মো: শহিদুল্লাহ, এরিয়া ম্যানেজার এ এম শামিম হোসেন চৌধুরী, গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির জনপ্রতিনিধি মো: সাইফুজ্জামান সহ গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
সদস্যদের এ সময় খাদ্য সহায়তা হিসেবে ৬০ কেজি চাল, ৮ কেজি ডাল, ১৬ কেজি আলু, ৮ কেজি পেয়াজ, ৪ লিটার তেল, ৮ টি সাবান, ৪ কেজি লবনএবং নগদ অর্থ ১২০০ টাকা।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার জানান, করোনা ভাইরাসের সংকচকালীন সময়ে গ্রামীণ ব্যাংকের সদস্যদের সহায়তা করার জন্যই তাদের এ কার্যক্রম পিরোজপুর যোগের ৬৮ টি শাখায় চলছে। যা আগামীতেও চলমান থাকবে।
Leave a Reply