পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শতাধিক মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পিরোজপুর জেলা শাখার সভাপতি রাসেল পারভেজ রাজা, মো: কামাল খান সাধারণ সম্পাদক সুমন সিকদার, সাংগঠনিক সম্পাদক শুভদীপ শিকদার শুভ, আজমল হুদা নিঝুম, মান্নান সাইফুল, প্রচার সম্পাদক শওকত খান, দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপু, সমাজ কল্যাণ সম্পাদক অমিত বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সম্পাদক বিতরনপূর্বে তাদের বক্তব্যে বলেন, ১৯৮১ সালে আজকের এই দিনে শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে দেশে ফিরে এসেছিলেন। যার প্রেক্ষিতে আজ দেশের মানুষ এতোটা ভালো আছে। আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply