news2bdgazette@gmail.com বুধবার, ২২শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১

মঙ্গলবার ২৭ জেলায় স্কুল-কলেজ বন্ধ

শিক্ষা ডেস্ক

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১৭:৫১

ছবি: সংগৃহীত

দেশ জুরে বইছে দাবদাহ। কোথাও মৃদু থেকে মাঝারি আবার কোথাও তীব্র থেকে অতি তীব্র দাবদাহ বইছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। এ ছাড়া উপস্থিতিও কম। এমন পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে শিক্ষা মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে আগামীকাল মঙ্গলবার দেশের ২৭ বিভাগে মাধ্যমিক স্কুল এবং কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান আবহাওয়ার কারণে আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার স্কুল-কলেজ বন্ধ থাকবে। এ ছাড়া ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে আগামী ২ মে পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র দাবদাহের দরুন শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২ মে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে। পরের দুই দিন শুক্র ও শনিবার প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি। তাই রবিবার (৫ মে) খুলবে প্রাথমিক বিদ্যালয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর