news2bdgazette@gmail.com সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি, বিক্ষিপ্তভাবে জ্বলছে আগুন

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৪, ১৯:২৩

সংগৃহিত ছবি

সুন্দরবনের অন্তত ৫০ থেকে ৬০টি পয়েন্টে বিক্ষিপ্তভাবে আগুন দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। আগুন নেভাতে যৌথভাবে কাজ করছে ফায়ার সার্ভিস, বন বিভাগ, নৌবাহিনী ও কোস্ট গার্ড। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমানবাহিনীর একটি দলও। তারা হেলিকপ্টারে করে দুপুর সাড়ে ১২টা থেকে আগুন নেভাতে পানি ছিটানো শুরু করেছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম জানান, রবিবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুন নেভানোর কাজে যোগ দেয় আরো দুটি ইউনিট। এ ছাড়া অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে হেলিকপ্টারে করে পানি ছিটানো হচ্ছে।

ঘটনাস্থলে থাকা মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান বলেন, দুপুর সাড়ে ১২টা থেকে বিমানবাহিনী হেলিকপ্টারে করে পানি দেওয়া শুরু করেছে।

এর আগে শনিবার দুপুরে স্থানীয় গ্রামবাসী ও বনরক্ষীরা বনের আমরবুনিয়া টহল ফাঁড়ি এলাকায় আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখতে পান। এদিন সন্ধ্যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর