news2bdgazette@gmail.com বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

তাপপ্রবাহের কারণে যবিপ্রবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৯:২০

ফাইল ছবি

চলমান তাপপ্রবাহের কারণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে অফিস চলবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্য ২৪/০৪/২০২৪ খ্রি. তারিখ রোজ বুধবার এবং ২৮/০৪/২০২৪ খ্রি. তারিখ রোজ রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে এবং অফিসমূহ খোলা থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবারসহ সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবার জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আগেই ছুটি ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে হিসেবে টানা ৫ দিনের ছুটি পাচ্ছে যবিপ্রবি শিক্ষার্থীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর