news2bdgazette@gmail.com রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

প্রথমবারের মতো ফাইনালে মেসির মায়ামি

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ১৫:২৮

মেসির উচ্ছ্বাস

লিগস কাপে টানা ষষ্ঠ জয় তুলে নিল লিওনেল মেসির ইন্টার মিয়ামি। বুধবার ভোরে সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছে মেসি বাহিনী। এই জয়ের ফলে মিয়ামি প্রথমবারের মতো এই আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে।

ফিলাডেলফিয়ার ঘরের মাঠ পেনসিলভ্যানিয়ার সুবারু পার্কে মিয়ামি লিড নেয় ম্যাচের তৃতীয় মিনিটেই।

সের্গেই ক্রিভতসভের বাড়ানো বল ধরে জোরালে শটে গোল করেন স্ট্রাইকার জোসেফ মার্টিনেজ। ২০তম মিনিটে মার্টিনেজের কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন মেসি, মিয়ামি এগিয়ে যায় ২-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় গোল উৎসবে নাম লেখান জর্দি আলবা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ফিলাডেলফিয়া। ৭৩তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। আলেজান্দ্রো বেদোয়া ডান পায়ের নিঁখুত শটে ব্যবধান ৩-১ করেন। তবে ৮৪ মিনিটে রুইজ ব্যবধান ৪-১ করেন। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় বড় জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে মিয়ামি। সূত্র: কালের কণ্ঠ

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর