news2bdgazette@gmail.com সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতের সামনে জ্যোতিদের ১১৮ রানের সহজ লক্ষ্য

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২ মে ২০২৪, ১৮:৩৯

ছবি: সংগৃহীত

সিরিজের শুরুর দুই ম্যাচে হারের মূল ধাক্কাটাই ছিল ব্যাটিংয়ে। ব্যাটিং ব্যর্থতায় সিরিজে ২-০ তে পিছিয়ে পড়ার পর সিরিজের তৃতীয় ম্যাচটি হয়ে দাঁড়ায় বাঁচা-মরার। সেখানেও টসে হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশের মেয়েরা। সেখানে শক্তিশালী ভারতকে থামাতে পরিস্থিতি দাবী করছিল বড় সংরহের। সেখানে দিলারা-জ্যোতিদের ব্যাটে চড়ে শুরুটা ভালো পেয়েছিল স্বাগতিকরা। তবে ফের আরও একবার মিডল-অর্ডার ব্যাটারদের হতশ্রী পারফর্মে রানের ১১৭ রানে মামুলি সংগ্রহ নিয়েই ইনিংস শেষ করতে হয় বাংলাদেশকে।

ইনিংসের শুরুর ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ড ছিল ২ উইকেটে ৮৩ রান। সেখান থেকে শেষ ৪২ ওভারে ৩৪ রান তুলতেই আরও ৬টি উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনার দিলারা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। মুর্শিদা খাতুনকে নিয়ে আগের দুই ম্যাচের টপ-অর্ডার ব্যর্থতা ছাপিয়ে ওপেনিং জুটিতেই ৪৬ রান তোলেন দিলারা। তবে দারুণ শুরুর পর ৮ বলে ব্যবধানে সাজঘরে ফেরেন এই দুই ওপেনার। পাওয়ার প্লের পর সপ্তম ওভারের তৃতীয় বলে রান আউটে কাটা পড়ে ফেরেন মুর্শিদা। এরপরের ওভারেই দারুণ শুরু পাওয়া দিলারাকে ফেরান রেনুকা সিং। ২৭ বলে ৫ চারের মারে ৩৯ রান করছেন এই ডানহাতি ব্যাটার।

পরে সোবহানা মোস্তারিকে নিয়ে সেই ধাক্কা সামলে এগোতে থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ১৪তম ওভারে ফের রান আউটের ধাক্কা। সেখানে ১৫ রান করে ফেরেন সোবহানা। এবং দলীয় ১০৮ রানে মাথায় ফেরেন জ্যোতিও। ৩৬ বলে তিনি করেন ২৮ রান। দিলারা-সোবহানা-জ্যোতি বাদে এদিন ২২ গজে নামা বাকি ৬ ব্যাটারের কেউই পেরোতে পারেননি ১০ রানের গণ্ডি। ভারতের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন রাধা যাদব।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর